করোনা মহামারীতে দেশে আটকেপড়া ও বিদেশ থেকে ফেরত আসা পৌনে তিন লাখ এবং বিদেশ যাওয়ার প্রস্তুতি শেষ করেও যেতে না পারা সোয়া লাখসহ চার লাখ কর্মীর দিন কাটছে অনিশ্চয়তার মধ্যে।
তারা কবে বিদেশে কাজে ফিরতে পারবেন, নিশ্চয়তা নেই তার। বিদেশ যেতে না পারলে দেশে কী করবেন, তাও অজানা।
বিদেশ যেতে যে টাকা দিয়েছিলেন, তা ফেরত পাবেন কিনা জানেন না তাও। বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্কের হিসাবে গত ১ এপ্রিল থেকে ২২ আগস্ট পর্যন্ত ৭৮ হাজার ৪৩ জন কর্মী ফেরত এসেছেন বাংলাদেশে।
তাদের একটি অংশ ফিরেছেন কারামুক্ত হয়ে কিংবা অবৈধ হয়ে পড়ায় সাধারণ ক্ষমার সুযোগে। বড় অংশ ফিরেছেন কাজ হারিয়ে।
বেসরকারি সংস্থা ব্র্যাক অভিবাসন কর্মসূচির প্রাক্কলনে, করোনা মহামারিতে বিমান যোগাযোগ বন্ধ হওয়ার আগে অন্তত দুই লাখ কর্মী দেশে আসেন, যারা আটকা পড়েছেন। রিক্রুটিং এজেন্সিগুলোর সংগঠন বায়রার হিসাবে অন্তত সোয়া এক লাখ কর্মীর বিদেশ যাওয়ার সব প্রক্রিয়া শেষের পথে ছিল। অনেকে বিদেশ থেকে রিটার্ন টিকেটও কেটে এসেছিলেন। তারা যেতে পারেননি। সব মিলিয়ে চার লাখ কর্মীর জীবন ও জীবিকা অনিশ্চয়তায়।
উৎসঃ এভিয়েশন বাংলা নিউজ