আব্দুল্লাহ আল শাহীন, ইউএইঃ সংযুক্ত আরব আমিরাতের শারজাস্থ কালবা আদালত অভিনব শাস্তি দিয়েছে স্থানীয় দুই তরুণকে। পুলিশ সূত্রে জানা যায় দুই তরুণ আমিরাতের নাগরিক।
গাড়ি থেকে আবর্জনা ছুড়ে ফেলার অপরাধে ট্রাফিক পুলিশের মামলায় একজনকে দেড় মাস আরেকজনকে দুই মাস নির্ধারিত এলাকা পরিষ্কার করার শাস্তি দেয় আদালত। আসামীরা রাস্তাঘাট, পাবলিক স্কোয়ার, সমুদ্র সৈকত, পার্ক এবং জনসাধারণের জন্য উন্মুক্ত স্থান পরিষ্কার করার শাস্তি দেন আদালত।
কালবা পাবলিক প্রসিকিউশনের ডিরেক্টর ড. সাঈদ বেলহাজ বলেন, এমন শাস্তির মাধ্যমে তাদের মানসিকতা পরিবর্তনের পাশাপাশি অভ্যাস পরিবর্তন হবে। তিনি আরও বলেন, আরব আমিরাতে আইন সবার জন্য সমান।
Drop your comments: