গত ১৭/০৩/২০২১ খ্রিঃ তারিখ আনুমানিক ১৪.৩৫ ঘটিকার সময় র্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার ডেমরা থানাধীন বামৈল বাজার এলাকায় একটি অভিযান পরিচালনা করে জুয়ার আসর হতে জুয়া খেলা অবস্থায় ০৯ জন জুয়াড়িকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১। মোঃ আজগর আলী (৪৮), ২। মোঃ শাহজাহান (৩৭), ৩। মোঃ আমিরুল ইসলাম (৩৬), ৪। মোঃ নুর ইসলাম (২৫), ৫। মোঃ আবুল কালাম (৩২), ৬। মোঃ হেলাল মিয়া (৪২), ৭। মোঃ আব্দুল জলিল (৩৩), ৮। মোঃ হারুন (২৫) ও ৯। মোঃ মঈন আলী (৩৫) বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে জুয়া খেলায় ব্যবহৃত ১০৪ (একশত চার) পিছ তাস পিস জুয়া খেলার কার্ড, ০৭ টি মোবাইল ফোন ও নগদ- ৬৯৭০/-(ছয় হাজার নয়শত সত্তর) টাকা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার জুয়াড়ি। তারা বেশ কিছুদিন যাবৎ একে অন্যের সাথে জুয়া খেলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে এবং জুয়া খেলার মাধ্যমে নিজেদের সর্বস্ব হারাচ্ছে।
গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা রুজু করা হয়েছে।