যুক্তরাষ্ট্রের লিউস্টনে বন্দুকধারীর হামলায় অন্তত ২২ জনের মৃত্যু হয়েছে। এ হামলায় কমপক্ষে আরও ৫০ থেকে ৬০ জন গুলিবিদ্ধ হয়েছে। খবর রয়টার্সের।
বুধবারের (২৫ অক্টোবর) এ ঘটনায় শহরজুড়ে জারি করা হয়েছে সতর্কতা। হতাহতদের হেলিকপ্টারে করে বিভিন্ন হাসপাতালে নেয়া হয়েছে। স্থানীয়দের ঘরে থাকার নির্দেশনা দিয়েছে প্রশাসন।
মেইন শহরের একাধিক স্থানে এ হামলা চালানো হয়। হামলাকারী একজনই ছিল বলে ধারণা পুলিশের। ইতোমধ্যে সন্দেহভাজনের ছবি প্রকাশ করা হয়েছে। হামলাকারীর সন্ধানে অভিযান চলছে।
এ বিষয়ে হোয়াইট হাউজ জানায়, হামলার বিষয়ে খোঁজখবর নিচ্ছেন প্রেসিডেন্ট জো বাইডেন।
Drop your comments: