কাবুল বিমানবন্দরে থাকা নিজেদের সামরিক যান ও উড়োজাহাজ নষ্ট করে গেছে মার্কিন বাহিনী। সোমবার (৩০ আগস্ট) বিদায়ের আগে এসব নষ্ট করা হয় বলে জানিয়েছে পেন্টাগন।
বলা হয়, তালেবান যাতে ব্যবহার করতে না পারে, তা নিশ্চিতের লক্ষ্যেই এ পদক্ষেপ নিয়েছে তারা। আফগানিস্তানে মার্কিন মিশন কমান্ডার জেনারেল ম্যাকেঞ্জি জানান, সব মিলিয়ে ৭৩টি উড়োযান, ৭০টি আরমর্ড যান ও ২৭টি শক্তিশালী হামভি গাড়ি নষ্ট করা হয়। সবার শেষে, বিমানবন্দরের আধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাও ধ্বংস করে মার্কিন সেনারা। উদ্ধার অভিযানের সময় আইএসের হামলা ঠেকাতে ব্যবহার হচ্ছিল এ প্রযুক্তি।
পেন্টাগন জানিয়েছে, কাঠামো রয়ে গেলেও মার্কিন সামরিক যানগুলো আর কখনো সক্রিয় হবে না।
মার্কিন সেনারা বিদায় নেয়ার পরই বিমানবন্দরের হ্যাঙ্গারে প্রবেশ করে তালেবান সদস্যরা। সেখানে কয়েকটি চিনুক হেলিকপ্টার দেখা যায়। এর আগে বিভিন্ন ঘাঁটি থেকে যুক্তরাষ্ট্রে তৈরি সমরাস্ত্রের দখল নেয় তালেবান। এতে সমালোচনার মুখে পড়ে যুক্তরাষ্ট্র ও আফগান বাহিনী।