March 28, 2024, 6:47 pm

ঢাকাকে প্রাচ্যের সুইজারল্যান্ড হিসেবে গড়ে তুলতে চাইঃ মেয়র আতিক

  • Last update: Tuesday, August 31, 2021

সকলের সম্মিলিত প্রচেষ্টায় অপরিকল্পিত ঢাকাকে প্রাচ্যের সুইজারল্যান্ড হিসেবে একটি সুস্থ ও সুন্দর নগরী হিসেবে গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।

মঙ্গলবার (৩১ আগস্ট) সকালে রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমি মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

আতিকুল ইসলাম বলেন, ঢাকাকে প্রাচ্যের সুইজারল্যান্ডের মতো একটি অত্যাধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে হবে। দখল ও দূষণের বিরুদ্ধে সকলকে সোচ্চার হতে হবে। ঢাকাকে দখল, দূষণ ও দুষ্ট লোকের কবল থেকে মুক্ত করতে হবে।

পরে মেয়র গুলশানের নগর ভবনে ঢাকা উত্তর সিটি করপোরেশন শ্রমিক কর্মচারী লীগ আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে অংশ নেন।

ঢাকা উত্তর সিটি করপোরেশন শ্রমিক কর্মচারী লীগের সভাপতি বজলুল মোহাইমিন বকুলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

Drop your comments:

Please Share This Post in Your Social Media

আরও বাংলা এক্সপ্রেস সংবাদঃ
© 2023 | Bangla Express Media | All Rights Reserved
With ❤ by Tech Baksho LLC