মোঃ রাসেল ইসলাম,যশোর জেলা প্রতিনিধি: যশোরের মণিরামপুর উপজেলা এলাকার ধানক্ষেত থেকে ৫৫ বছর বয়সী এক অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৪ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার পাঁচাকড়ি গ্রামের ধানক্ষেত থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানায়, পাঁচাকড়ি এলাকার আড়পাতা বিলে পবিত্র বিশ্বাসের একটি মাছের ঘের রয়েছে। তিনি মাছ চাষাবাদ করেন। আজকে (বুধবার) বিকেল তিনটার দিকে বিলে কাজ করতে যাওয়া লোকজন ওই ব্যক্তিটিকে সেই ঘেরের পাড়ে বসে থাকতে দেখেন। এরপরে বিকেল পাঁচটার দিকে ঘেরের পাশে একটি ধানক্ষেতে মৃত অবস্থায় তাকে দেখতে পায় এলাকাবাসী। পরে পুলিশকে খবর দিলে ধানক্ষেত থেকে মৃতদেহটি যশোর মর্গে নিয়ে যায়।
যশোরের মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, নিহতের পরিচয় সনাক্তের চেষ্টা করা হচ্ছে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে বিস্তারিত জানাতে পারবো।