April 24, 2024, 3:23 am
সর্বশেষ:
লোহাগাড়ার ইউএনও`র সাথে লোহাগাড়া সাংবাদিক সমিতির নব গঠিত কমিটির সৌজন্য সাক্ষাৎ সর্বজনীন পেনশন স্কিম সেবা প্রদানে বান্দরবানে হেল্প ডেক্স উদ্বোধন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন : শার্শায় তিন পদে ১১ প্রার্থীর মনোনয়ন জমা শার্শায় ৬টি সোনারবার উদ্ধার, আটক ১ সোনারগাঁ বারদী বাজারের ৫০ টাকার খাজনা ৫০০ টাকা মোরেলগঞ্জে অগ্রনী ব্যাংকের পিএলসি নতুন ভবনের উদ্বোধন বাগআঁচড়া চাঁদাবাজির সময় গণধোলাইয়ের শিকার যুবক চট্টগ্রামে র‌্যাবের পাতা ফাঁদে আঁটকে গেল ৪ চাঁদাবাজ আমিরাতে বন্যায় ক্ষতিগ্রস্ত প্রবাসীদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ লোহাগাড়া সাংবাদিক সমিতির আত্মপ্রকাশ, সভাপতি জব্বার ফিরোজ, সম্পাদক জাহেদ

আমিরাতে যাদের প্রতি সপ্তাহে ও দুই সপ্তাহে করোনা পরীক্ষা বাধ্যতামূলক

  • Last update: Wednesday, March 24, 2021

সংযুক্ত আরব আমিরাতে করোনার সংক্রমণ প্রতিরোধে বিভিন্ন সিদ্ধান্ত নিচ্ছে দেশটির সরকার। এর মধ্যে প্রতি সপ্তাহে অথবা দু সপ্তাহে বাধ্যতামূলক কোভিড পিসিআর পরীক্ষা রয়েছে। এ বছর বেসরকারী ও সরকারী খাতের কর্মীদের জন্য বাধ্যতামূলক পিসিআর পরীক্ষা সংক্রান্ত একাধিক ঘোষণা করা হয়েছে।

কাকে পরীক্ষা দেওয়ার প্রয়োজন এবং কতবার দরকার নিম্নে তার একটি তালিকা_

আমিরাতে প্রতি ১৪ দিনের মধ্যে একটি কোভিড পিসিআর পরীক্ষা করাতে হবে: হোটেল, রেস্তোঁরা, পরিবহন, স্বাস্থ্য, সামাজ কর্মী এবং ব্যক্তিগত কার্যক্রম যেমন লন্ড্রি, বিউটি সেলুন এবং হেয়ারড্রেসার। যারা করোনার টিকা দেওয়া হয়েছে তাদের ছাড় দেওয়া হয়েছে।

➤আবুধাবি বেসরকারী খাত

আবুধাবিতে গুরুত্বপূর্ণ খাত এবং পরিসেবা শিল্পে সমস্ত বেসরকারী খাতের কর্মচারীদের প্রতি দুই সপ্তাহ পরপর বাধ্যতামূলক পিসিআর পরীক্ষা করাতে হবে। তারা নিজ খরভে পরীক্ষা দিতে পারে।

➤আবুধাবি সরকারী খাত

ফেব্রুয়ারি থেকে আবুধাবি সরকারী ও আধা-সরকারী অফিসগুলি ৩০ শতাংশ ধারণক্ষমতা নিয়ে কাজ করছে। যে সমস্ত কর্মচারী এখনও কোভিড ভ্যাকসিন গ্রহণ করেন নি তাদের প্রতি সাত দিন অন্তর পিসিআর পরীক্ষা করাতে হবে।

➤শারজাহ বেসরকারী খাত

রেস্তোঁরা, ক্যাফেরিয়াস, ক্যাফে, বেকারি এবং সেলুনগুলিতে অনাবৃত কর্মীদের প্রতি দুই সপ্তাহে একটি পরীক্ষা দিতে হবে।

➤শারজাহ সরকারী খাত

আমিরাতের সরকারী কর্মীদের প্রতি সপ্তাহে পরীক্ষা নেওয়া দরকার যদি না তাদের টিকা দেওয়া হয়।

➤ আজমান

রেস্তোঁরা এবং ক্যাফেতে কর্মীদের জন্য, সুপারমার্কেট, স্পোর্টস হল; সেলুন; শ্রম নিয়োগ অফিসসমূহ; খাদ্য ও খাবার সরবরাহকারী সংস্থাগুলি; এবং গাড়ী ধোয়া।

এছাড়াও সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন মন্ত্রণালয় এবং ফেডারাল সরকারী বিভাগের সমস্ত কর্মচারীদের প্রতি সাত দিন অন্তর একটি পিসিআর পরীক্ষা করতে হবে। টিকাপ্রাপ্ত কর্মচারীদের এ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

Drop your comments:

Please Share This Post in Your Social Media

আরও বাংলা এক্সপ্রেস সংবাদঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2023 | Bangla Express Media | All Rights Reserved
With ❤ by Tech Baksho LLC