মোঃ রাসেল ইসলাম, যশোর জেলা প্রতিনিধি: যশোর জেলার কোতয়ালী থানাধীন পৌরসভা এলাকা থেকে একটি ওয়ান শুটার গান,৫০পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজন সন্ত্রাসীকে আটক করেছে র্যাব সদস্যরা। আটককৃত আসামীরা হলেন, নিরালা আবাসিক এলাকার মৃত: মোশারেফ হোসেন এর ছেলে ওহেদুজ্জামান সজিব(২৮),বাগমারা তেতুল তলা এলাকার মৃত: দেলোয়ার হোসেন এর ছেলে জোবায়ের হোসেন (৩১) ও খুলনা সদর এলাকার মৃত: ভুলু সর্দারের ছেলে শান্ত ইসলাম রাসেল(৩৩)।
শুক্রবার (১৫জানুয়ারি) বিকালে র্যাব অফিস থেকে এক প্রেসব্রিফিংয়ের মাধ্যমে ঘটনাটি নিশ্চিত করেন।
যশোর র্যাব-৬সিপিসি,৩ ক্যাম্পের কোম্পানী কমান্ডার লে: এম সারোয়ার হুসাইন(এক্স)বিএন জানান, গোপন সংবাদের ভিত্তিতে যশোর কোতয়ালী থানাধীন পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে একটি ওয়ান শুটার গান,৫০পিস ইয়াবা ট্যাবলেট সহ তিনজন সন্ত্রাসীকে হাতেনাতে আটক করা হয়। উদ্ধার কৃত আলামত ও ধৃত আসামীদের যশোর জেলার কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে তিনি নিশ্চিত করেন।