April 25, 2024, 6:34 pm

স্বদেশ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এর বেনাপোল শাখা উদ্বোধন

  • Last update: Saturday, January 16, 2021

মোঃ রাসেল ইসলাম, যশোর জেলা প্রতিনিধি: ইন্স্যুরেন্স ডেভেলফমেন্ট এন্ড রেগুলেটরী অথোরিটি(IDRA)কর্তৃক নিবন্ধিত এবং গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত সম্পূর্ণ ইসলামী শরীয়াহ মোতাবেক পরিচালিত ব্যতিক্রম সুযোগ-সুবিধা নিয়ে বেনাপোলে অভিষেক ঘটলো নন্দিত “স্বদেশ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড” এর।

শনিবার(১৬ জানুয়ারী) বেলা ১২টার দিকে বেনাপোল স্থলবন্দরের ৭ নং গেটের সামনে রশিদ সর্দার বিল্ডিং(নীচতলায়) এ অবস্থিত ইন্স্যুরেন্সটির অফিস কার্যালয়ে এই অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অভিষেক অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা থেকে আগত স্বদেশ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের সিনিয়র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর-মোঃ হেমায়েতুল ইসলাম।

স্থানীয় সাংবাদিকদের উপস্থিতিতে অভিষেক অনুষ্ঠানে ইন্স্যুরেন্স কোম্পানী কর্তৃক গ্রাহক সেবার সকল বিষয় সম্পর্কে এবং বীমা প্রিমিয়ামের দিকগুলি তুলে ধরেন অত্র কোম্পানীর খুলনা বিভাগীয় সিনিয়র এসিস্ট্যান্ট ম্যানেজিং ডিরেক্টর- মাসুদুর রহমান।
ইন্স্যুরেন্স সুবিধা সমূহ:- এক কালীন প্রিমিয়াম পরিশোধযোগ্য,দ্বি-বার্ষিক প্রদান পরিকল্প,প্রত্যাশিত মেয়াদি বীমা পরিকল্প তিন কিস্তি,প্রত্যাশিত মেয়াদি বীমা পরিকল্প চার কিস্তি,নিশ্চয়তা সহ পেনশন বীমা পরিকল্প,দেনমোহর বীমা,হজ্ববীমা,মেয়াদান্তে লাভসহ টাকা ফেরৎ পরিকল্প(নিশ্চিত বোনাস সহ),সাধারন মেয়াদি বীমা পরিকল্প,স্বদেশ মাসিক সঞ্চয়(এসএমএস),গ্রুপ ইন্স্যুরেন্স বা গোষ্টি বীমা এবং শিশুর নিশ্চিত আর্থিক নিরাপত্তা পরিকল্পের কথা জানানো হয়।

অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি বলেন,প্রিমিয়ার প্রতিযোগীতার বাজারে স্বদেশ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড অন্যতম প্রিমিয়াম প্রকল্প হাতে নিয়ে কাজ করবে। সরকারের উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় ইন্স্যুরেন্সের সকল প্রকার সুযোগ-সুবিধা নিয়ে বেনাপোল তথা শার্শা উপজেলার গ্রাম বাংলার মানুষের সেবায় কাজ করবে “স্বদেশ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড”।

এ সময় উপস্থিত ছিলেন, ঐ কোম্পানীর বেনাপোলের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট-মোঃ শাহজালাল,যশোর জোনের এসিস্ট্যান্ট ম্যানেজিং ডিরেক্টর-মোঃ জাহাঙ্গীর আলম, সীমান্ত প্রেসক্লাব বেনাপোল এর সভাপতি-মোঃ সাহিদুল ইসলাম শাহীন,সাধারন সম্পাদক- আইয়ুব হোসেন পক্ষী, দপ্তর সম্পাদক- আরিফুল ইসলাম সেন্টু,সহ: দপ্তর সম্পাদক-লোকমান হোসেন রাসেল, প্রচার ও প্রকাশনা সম্পাদক-মোঃ রাসেল ইসলাম,সহ:প্রচার সম্পাদক- সেলিম রেজা তাজ,বন্দর প্রেসক্লাবের সাধারন সম্পাদক- আজিজুল হক সহ কোম্পানীর কর্মকর্তা/কর্মচারীবৃন্দ।

Drop your comments:

Please Share This Post in Your Social Media

আরও বাংলা এক্সপ্রেস সংবাদঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2023 | Bangla Express Media | All Rights Reserved
With ❤ by Tech Baksho LLC