![IMG_20200919_131140](https://banglaexpressonline.com/wp-content/uploads/2020/09/IMG_20200919_131140.jpg)
মোঃ রাসেল ইসলাম,যশোর জেলা প্রতিনিধি: যশোরের শার্শার পাচভূলেট সীমান্তে ইছামতি নদী থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে শার্শা থানার পুলিশ।শনিবার দুপুরে লাশটি উদ্ধার করা হয়।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম বলেন,স্থানীয় মেম্বার এর মাধ্যমে জানতে পারি ইছামতি নদীর পাড়ে একটি লাশ পড়ে আছে।পরে ঘটনাস্থলে নাভারন সার্কেল এএসপি জুয়েল ইমরান সহ গিয়ে লাশটি উদ্ধার করা হয়েছে।
তার পরিচয় পাওয়া যায়নি।
Drop your comments: