মোঃ রাসেল ইসলাম,যশোর জেলা প্রতিনিধি: শার্শা থানাধীন দূর্গাপুর মাঠপাড়ায় যশোর ডিবি পুলিশের অভিযানে ভারতীয় ১কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ বাহাদুরপুর গ্রামের মোঃ ইনছার আলী’র ছেলে মোঃ লিটন হোসেন(২৬) ও দূর্গাপুর গ্রামের মৃত. শহর আলী’র ছেলে মোঃ মমিন শেখ(২৮)।
শনিবার(১০ অক্টোবর) যশোর মহোদয়ের নির্দেশে, পুলিশ পরিদর্শক(নিঃ)/সোমেন দাশ, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, যশোর এর দিক নির্দেশনায় এসআই(নিঃ)/ চন্দ্রকান্ত গাইন, এসআই(নিঃ)/ মোঃ ইব্রাহিম হোসেন, এএসআই(নিঃ)/এসএম এরশাদ হোসেন ও সংগীয় ফোর্স সহ একটি অভিযানিক দল সকাল থেকে শার্শা থানাধীন দূর্গাপুর এলাকায় অভিযান চালিয়ে ১কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করতে সক্ষম হয়।
যশোর ডিবি পুলিশের এসআই মোঃ ইব্রাহিম হোসেন আমাদের জেলা প্রতিনিধিকে উদ্ধার মাদকসহ আটক আসামীদের বিষয়টি নিশ্চিত করেন এবং তিনি বলেন, আটক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে শার্শা থানায় মাদক আইনে মামলা দেওয়া হয়েছে। যার মামলা নং-১৬, তাং-১০/১০/২০২০ ইং ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬ (১) টেবিলের ১৯(ক)/৪১।