মোঃ রাসেল ইসলাম, যশোর জেলা প্রতিনিধি:
বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে সারাদেশের ন্যায় যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়ন আ.লীগের উদ্যোগে স্বাধীনতাবিরোধী অপশক্তি বিএনপি-জামাতের নাশকতা জঙ্গিবাদ মৌলবাদ জ্বালাও-পোড়াও সন্ত্রাসী কর্মকাণ্ড ও বঙ্গবন্ধুর ভাস্কর্য রাতের আধারে ভেঙে ফেলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। এই কাজের সাথে জড়িত সকলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানায় উপস্থিত সকল নেতাকর্মীরা৷
রবিবার(৬ ডিসেম্বর) শার্শার বাগআঁচড়া জামতলা বাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশেটি অনুষ্ঠিত হয়।
বাগআঁচড়া ইউনিয়ন আ.লীগের সহ-সভাপতি আলহাজ্ব ইয়াকুব হোসেন বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাগআঁচড়া ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব ইলিয়াছ কবির বকুল, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, বাগআঁচড়া ইউনিয়ন আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে বাগআঁচড়া ইউনিয়নের চেয়ারম্যান ইলিয়াছ কবির বকুল বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ “বাঙালি” জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার মানে হলো স্বাধীনতাবিরোধী অপশক্তি বাংলাদেশে এখনো বিদ্যমান।