বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে মানসম্মত শিক্ষা বাস্তবায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১০ টায় উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবনে এ সভা অনুষ্ঠিত হয়।বাগেরহাট জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমানের সভাপতিত্বে এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাগেরহাট ৪ আসনের সংসদ সদস্য এ্যাড. আমিরুল আলম মিলন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোরেলগঞ্জ উপজেলা চেয়ারম্যান এ্যাড. শাহ ই আলম বাচ্চু, মোরেলগঞ্জ পৌরসভার মেয়র এ্যাড. মনিরুল হক তালুকদার, উপজেলা নির্বাহীঅফিসার মোঃ জাহাঙ্গীর আলম।এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আল মামুন, মোরেলগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ সাইদুর রহমান উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মোজাম্মেল হক মোজাম সহ বিভিন্ন রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তিবর্গ ।
শিক্ষা প্রতিষ্ঠান থেকে বক্তব্য রাখেন সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ প্রফেসর নীতিশ বিশ্বাস, রওশন আরা স্মৃতি মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ জাহাঙ্গীর আল আজাদ, ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুর রাজ্জাক মজুমদার প্রমুখ।