এনায়েত করিম রাজিব, বাগেরহাট প্রতিনিধিঃ “প্রাণিসম্পদে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের মোরেলগঞ্জে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
১৮ এপ্রিল (বৃহষ্পতিবার) সকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে আয়োজিত প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী উদ্ভোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার এস,এম তারেক সুলতানের সভাপতিত্বে এ সভায় প্রধান অথিতি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. শাহ-ই আলম বাচ্চু, প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাগেরহাট জেলা প্রাণিসম্পদ অফিসার ছাহেব আলী।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, প্রাণিসম্পদ দপ্তরের সম্প্রসারণ কর্মকর্তা শর্মিলা ইসলাম, এফ.এ.এ.আই আলি আকবর খান প্রমূখ।
প্রণিসম্পদ দপ্তরের সেবা সপ্তহ উপলক্ষে এবারে এ প্রদর্শনীতে ৩০টি ষ্টল অংশ গ্রহণ করে।