মেহেরপুর থেকে জাহিদ মাহমুদঃ মেহেরপুরে মরণনেশা সেবনের দায়ে ২ জনকে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
মেহেরপুর শহরের কেশব পাড়ার আব্দুল আজিজের ছেলে আশরাফ আলী এবং একই এলাকার মদন দাসের ছেলে অজয় কুমার দাসকে এ দন্ডাদেশ দেওয়া হয়। হেরোইন সেবনের দায়ে তাদের প্রত্যাককে ৩ মাসের কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১৫ দিনের কারাদন্ডাদেশ দেওয়া হয়েছে।
বুধবার দুপুরের দিকে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়ানুর রহমান ভ্রাম্যমাণ আদালতে এ আদেশ দেন। এর আগে মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল মান্নানের নেতৃত্বে মেহেরপুর শহরের কেশব পাড়ায় অভিযান চালিয়ে ওই দুই মাদকসেবীকে হেরোইনসহ গ্রেফতার করে।
পরে সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৯ এর ১ (গ) ধারা ভঙ্গ করার অপরাধে একই আইনের ৩৬ ধারায় দু’জনকেই ওই দন্ডাদেশ দেওয়া হয়।