![InShot_20220403_001349838](https://banglaexpressonline.com/wp-content/uploads/2022/04/InShot_20220403_001349838-scaled.jpg)
সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতি ও আবুধাবির শাসক শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান আরব ও মুসলিম বিশ্বকে পবিত্র রমজান মাসের শুভেচ্ছা জানিয়েছেন৷ আজ (২ এপ্রিল) পহেলা রমজানে গণমাধ্যমে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ শুভেচ্ছা জানিয়েছেন। একই সঙ্গে তিনি পবিত্র রমজান মাসে সকলের প্রতি ভালবাসা এবং সহনশীলতাপূর্ণ এক সুখী রমজান প্রত্যাশা করেছেন।
একই দিনে দেশটির প্রধানমন্ত্রী, উপরাষ্ট্রপতি ও দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রাশেদ আল মাকতুম পবিত্র রমজান উপলক্ষে পবিত্র রমজান মাসের শুভেচ্ছা জানিয়েছেন।
এছাড়া আবুধাবির ক্রাউন প্রিন্স মুহাম্মদ বিন জায়েদ, শারজার শাসক শেখ সুলতানসহ আজমান, রাস-আল-খাইমাহ, ফুজিরা ও উম্ম আল কোয়াইনের শাসকরা পবিত্র রমজান মাসের শুভেচ্ছা জানিয়েছেন।
শনিবার ভোররাতে সেহরি খাওয়ার মধ্য দিয়ে আমিরাতসহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের মুসলমানরা রোজা পালন করছেন। আল্লাহ তায়লার সন্তুষ্টি লাভের আশায় এক মাস সুবেহ সাদিক থেকে মাগরিবের আজান পর্যন্ত পানাহার থেকে বিরত থাকেন ধর্মপ্রাণ মুসল্লিরা।