মিরপুরে বৈদ্যুতিক তারে ঘুড়ি আটকে মেট্রোরেল সাময়িকভাবে বন্ধ

মিরপুরের কাজীপাড়ায় মেট্রোরেলের বৈদ্যুতিক তারে ঘুড়ি আটকে সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে মতিঝিল-উত্তরামুখী মেট্রো চলাচল। বুধবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে এমন তথ্য জানায় মেট্রোরেল কর্তৃপক্ষ।

এ সময় চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। অনেকেই মেট্রোরেল স্টেশন থেকে নেমে রিকশায়, বাসে কিংবা পায়ে হেঁটে গন্তব্যে ছুটছেন। জরুরি কাজে হাতে কম সময় নিয়ে যারা বের হয়েছিলেন তারা পড়েছেন চরম বিপদে।

যাত্রীরা বলছেন, এমন অপ্রীতিকর ভোগান্তি রোধে প্রয়োজন মেট্রোরেল লাইনের আশপাশের ভবন থেকে ঘুড়ি উড়ানো বন্ধ করা। এছাড়া এ বিষয়ে কড়াকড়ি আইন করাও এখন জরুরি।

এর আগে গত ৪ ফেব্রুয়ারিও সাময়িকভাবে বন্ধ হয়ে যায় মেট্রো চলাচল। কর্তৃপক্ষ সূত্র জানিয়েছিল, শেওড়াপাড়া-কাজীপাড়ার মাঝামাঝি মেট্রোরেলের ক্যাবল ছিঁড়ে যাওয়ায় ঘটে এমন বিপত্তি।

Facebook Comments Box
Share: