মোঃ রাসেল ইসলাম, যশোর জেলা প্রতিনিধি: যশোরের বেনাপোলে মর্ডান ডায়াগনস্টিক সেন্টার এর পক্ষথেকে মহান বিজয় দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। এতে শতশত অসহায়, দরিদ্র মানুষকে চিকিৎসা প্রদান করা হয়।
বুধবার(১৬ই ডিসেম্বর)সকাল থেকে বেনাপোলে মর্ডান ডায়াগনস্টিক সেন্টারে এই কার্যক্রম চলে।
ফ্রি মেডিকেল ক্যাম্পেইনে চিকিৎসা প্রদান করেন শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ মোঃ জাহিদুল ইসলাম, বেনাপোল মর্ডান ডায়াগনস্টিক সেন্টার এর পরিচালক ডাঃ মোঃ ইব্রাহিম শেখ রুবেল,ডাঃ মোহসিনা আক্তার রুম্পা মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল ঢাকা।
বেনাপোল হাজী মোহাম্মদ উল্লাহ মার্কেটের পশ্চিম পাশে গলিতে অবস্থিত মর্ডান ডায়াগনস্টিক সেন্টারে প্রতিবছরের ন্যায় এবছরেও ফ্রি মেডিকেল ক্যাম্পেইন চালু করা হয়েছে।
বেনাপোল মর্ডান ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক ডাঃ মোঃ ইব্রাহিম শেখ রুবেল বলেন, ডাক্তারী পেশা একটি সেবামূলক পেশা আমরা যারা এই পেশায় রয়েছি আমরা সবাই যদি বিশেষ দিনে অসহায় মানুষের পাশে দাড়াতে পারি তাহলে গরিব দুঃখীদের কষ্ট কিছুটা লাঘব হবে।
এদিকে ঢাকা মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বেনাপোলে ফ্রি মেডিকেল ক্যাম্পেইনে যোগ দিয়েছেন ডাঃ মোহসিনা আক্তার রুম্পা।