কুড়িগ্রাম প্রতিনিধি:“টু-গেদারনেস ইজ আওয়ার স্ট্রেন্থচ্ প্রতিপাদ্যের আলোকে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দলিত সম্প্রদায়ের শীতার্ত মানুষকে কম্বল প্রদানের মাধ্যমে উষ্ণতার পরশ দিলেন কুড়িগ্রাম বিদায়ী পুলিশ সুপার।
শনিবার দুপুরে ভূরুঙ্গামারী উপজেলা পরিষদ অডিটরিয়ামে মতিঝিল মডেল হাই স্কুল ঢাকাস্থ ১৯৯৪ সালের এসএসসি ব্যাচের উদ্যোগে ও জেলা পুলিশ কুড়িগ্রামের সহযোগিতায় দলিত সম্প্রদায়ের একশ সহ মোট দুইশত শীতার্ত মানুষকে কম্বল প্রদান করা হয়।
কম্বল বিতরণ কালে কুড়িগ্রাম জেলার বিদায়ী পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলান খান বিপিএম, মতিঝিল মডেল হাই স্কুলের প্রাক্তন ছাত্র আকতার হাসান তারেক, রিয়াজ আহমেদ হিলারী, আবিদ আজিজ তপু, জিয়াউর রহমান, খাইরুল হোসেন সোহেল ও শামীম হোসাইন, কুড়িগ্রাম প্রেস ক্লাবের ক্রীড়া সম্পাদক হুমায়ন কবির সূর্য্য, ভূরুঙ্গামারী প্রেস ক্লাব সভাপতি আনোয়ারুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে বিদায়ী পুলিশ সুপারকে ভূরুঙ্গামারী প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়।