মো. রাসেল ইসলাম, যশোর জেলা প্রতিনিধি: বেনাপোল কাস্টমস হাউজের সামনে পূর্ণ দিবস কর্ম বিরতি পালন করছে ফেডারেশন অব বাংলাদেশ কাস্টমস ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্টস এ্যাসোসিয়েশন।
জাতীয় রাজস্ব বোর্ড কতৃক মৌলিক অধিকার পরিপন্থী কাস্টমস এজেন্টস লাইসেন্সিং বিধিমালা-২০২০ এবং পণ্য চালান শুল্কায়নে, H.S. code I CPC নির্ধারণে প্রণীত বিভিন্ন বিতর্কিত আইন বাতিলের দাবিতে দেশের সকল শুল্ক ভবন ও স্টেশনের সাথে এক যোগে বেনাপোলেও কর্মসূচী পালন করছে সংগঠনটি। কর্মসূচীটি সকাল থেকে শুরু হয়েছে চলবে বিকাল পর্যন্ত।
বেনাপোল সিএন্ডএফ অ্যাসোসিয়েশ এর যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দীন বলেন, আমাদের দাবি গুলো বাস্তবায়নের জন্য সরকার ও উচ্চপদস্থ কর্মকর্তাদের দৃষ্টি গোচরের জন্য আমরা আবেদন করছি।
Drop your comments: