বেনাপোলে দুই বোতল বিদেশী মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মো. রাসেল ইসলাম: যশোরের বেনাপোল গাতিপাড়া গ্রাম থেকে দুই বোতল বিদেশী মদসহ বরকত আলী নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার ১১টায় বেনাপোল পোর্ট থানাধীন গাতিপাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী বরকত আলী গাতিপাড়া গ্রামের মৃত আজগার আলীর ছেলে।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গাতিপাড়া গ্রামে অভিযান চালানো হয়। এসময় দুই বোতল বিদেশী মদ সহ বরকত আলী নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে যশোর বিজ্ঞ আদালতে পাঠানোর কার্যক্রম প্রক্রিয়াধীন।

Facebook Comments Box
Share: