![IMG_20200630_121507.jpg](https://banglaexpressonline.com/wp-content/uploads/2020/06/IMG_20200630_121507.jpg)
বুড়িগঙ্গায় ডুবে যাওয়া লঞ্চ ‘মর্নিং বার্ড’ থেকে আরও একটি মৃত দেহ উদ্ধার করেছে ডুবুরিরা। মঙ্গলবার বেলা পৌনে ১টায় এই এক কিশোরের লাশ খুঁজে পাওয়া যায় টেনে তোলা লঞ্চের ভেতর থেকে।
ফায়ার সার্ভিস কর্মকর্তা শহীদুল ইসলাম সুমন লাশ উদ্ধারের তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন এটি একটি কিশোরের লাশ। এ নিয়ে মোট ৩৩ জনের লাশ উদ্ধার করা হলো।
প্রসঙ্গত, সোমবার (২৯ জুন) বুড়িগঙ্গায় মুন্সীগঞ্জ থেকে আসা ‘মর্নিং বার্ড’ নামের একটি যাত্রীবাহী লঞ্চডুবির ঘটনা ঘটেছে। লঞ্চে ৫০ যাত্রী ছিল জানা গেছে। তবে স্থানীয়দের দাবি, লঞ্চে শতাধিক যাত্রী ছিল। দু’টি লঞ্চের সংঘর্ষের পর এ দুর্ঘটনা ঘটে। সোমবার পর্যন্ত ৩২টি লাশ উদ্ধার করা হয়েছে। আরও অনেকে এখনও নিখোঁজ আছেন। লঞ্চডুবির ১৩ ঘণ্টা পর একজনকে জীবিত উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।
Drop your comments: