আজিজুর রহমান দুলালঃ বিশ্ব মা’দিবসে ‘স্বপ্ন জয়ী মা’ এর স্বীকৃতি স্বরূপ সম্মাননা স্মারক পেলেন ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার খোলাবাড়িয়া গ্রামের বাসিন্দা,সাবেক অতিরিক্ত সচিব খিজির আহমেদ এর মা’ আলহাজ্ব সবুরা খাতুন (৯০)।
নানা ঘাতপ্রতিঘাত বাধা-বিপত্তি পেরিয়ে স্বপ্ন পূরণের যুদ্ধে সন্তানদের কে উচ্চ শিক্ষায় শিক্ষিত করেন এই অদম্য মা। প্রতিটি সন্তানের জয়ের গল্পের নেপথ্যে যার সবচেয়ে বড় ভুমিকা এবং অবদান থাকে তিনি হলেন মমতাময়ী মা। তেমনি এক ‘স্বপ্নজয়ী মা’ হয়ে উঠার গৌরব অর্জন করেছেন ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার খোলাবাড়িয়া গ্রামের বাসিন্দা আলহাজ্ব সবুরা খাতুন।
গত রবিবার (১৪ মে), বিশ্ব মা’দিবস- ২০২৩ উপলক্ষে , ফরিদপুর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ কামরুল আহসান তালুকদার কাছ থেকে সম্মাননা স্বারকটি গ্রহণ করেন।
আলহাজ্ব সবুরা খাতুন সাংবাদিককদের বলেন, নিজে পড়তে না পারার বেদনা সেই কষ্টে সন্তানদের শিক্ষিত করার চেষ্টা করেছি – মা হিসেবে এটাই আমার সফল সার্থকতা।
সমাজের প্রতিটি মা হোক আলহাজ্ব সবুরা খাতুন মতো শিক্ষার প্রসূতি।