![InShot_20231103_085213075](https://banglaexpressonline.com/wp-content/uploads/2023/11/InShot_20231103_085213075.jpg)
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (২ নভেম্বর) দিবাগত রাত পৌনে ১টার দিকে গুলশান ৮১ নম্বর রোডের বাসা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ তাকে গ্রেফতার করে।
আমীর খসরুর ছেলে ইসরাফিল খসরু গণমাধ্যমকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
ডিবিপ্রধান মুহাম্মাদ হারুন অর রশীদও গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে তা জানাননি তিনি।
ডিবি সূত্র জানায়, নাশকতার মামলায় খসরুকে গ্রেফতারে বৃহস্পতিবার রাতে তার গুলশানের বাসা ঘিরে ফেলে ডিবি। এরপর তাকে ভেতর থেকে ধরে নিয়ে আসা হয়।
Drop your comments: