বিএনপি প্রকাশ্যে নির্বাচনে বাধা দিলেও ইউরোপ-আমেরিকা এ বিষয়ে কিছুই বলছে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ বুধবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সমসাময়িক রাজনীতির নানা বিষয়ে বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এ সময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘নির্বাচনের নির্দিষ্ট সময়সীমা অতিক্রম করে এমন কোনো উদ্যোগ নিয়ে তফসিল পেছানোকে আওয়ামী লীগ কখনও সমর্থন করবে না।’
মন্ত্রী বলেন, ‘বিএনপি নির্বাচনি প্রক্রিয়া ও গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে। অথচ ওদের বিরুদ্ধে নিষেধাজ্ঞার কথা শোনা যায় না, মানবাধিকারের কথা যারা বলে তারা কেন নীরব?’
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘একটা দল ও তাদের দোসররা হরতাল–অবরোধ দিচ্ছে, নাশকতা করেছে। তারা দেশের নির্বাচন, গণতন্ত্রকে চ্যালেঞ্জ করছে।’
ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি হরতাল অবরোধ ডেকে নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। এ বিষয়ে এখন ইউরোপ কিছু বলে না, আমেরিকাও কিছু বলে না।’
সরকার বা আওয়ামী লীগ নয় বরং বিএনপি নিজেরাই নিজেদের নির্বাচনের বাইরে রেখেছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।