দেশে যখন শান্তিপূর্ণ পরিবেশ, তখন বিএনপি-জামায়াত আবারো ষড়যন্ত্র, চক্রান্ত শুরু করেছে বলে অভিযোগ করেছেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবউল আলম হানিফ। নির্বাচনকে বাধাগ্রস্ত করতে এ ষড়যন্ত্র করা হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
শনিবার (২২ অক্টোবর) সকালে রাজধানীর সবুজবাগে ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলনে মাহাবুবউল আলম হানিফ এসব কথা বলেন। এ সময় হানিফ বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন বাধাগ্রস্ত করতেই ষড়যন্ত্র করা হচ্ছে। বিএনপি-জামায়াতের একমাত্র লক্ষ্য হচ্ছে আগামী নির্বাচনকে বানচাল করা।
হানিফ অভিযোগ করেন, বিএনপি ক্ষমতায় থাকতে জনগণের জন্য কিছু করেনি। মানুষের কাছে তারা কী বলে ভোট চাইবে বলে প্রশ্ন করেন তিনি। বলেন, এ কারণে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে চায় না।
Drop your comments: