বাহরাইনে ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তা করায় বাহরাইন সরকারের নিবন্ধিত স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন বাংলাদেশ সমাজকে অভিনন্দন জানিয়েছে বাহরাইনে বাংলাদেশ দূতাবাস।
শনিবার মানামা বাংলাদেশ দূতাবাস কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ ধন্যবাদ ও অভিনন্দন জানানো হয়।
এ উপলক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা হয়। এতে বক্তব্য রাখেন বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. নজরুল ইসলাম।
উপস্থিত ছিলেন কাউন্সিলর ও দূতালয় প্রধান রবিউল ইসলাম ও লেবার কাউন্সিলর শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলাম।
দূতাবাসের আহ্বানে সাড়া দিয়ে বাংলাদেশি সংগঠনগুলো সরকারি ত্রাণ তহবিলে বিভিন্নভাবে সহায়তা নিয়ে অংশগ্রহণ করে। ফলে এ পর্যন্ত ৫ সহস্রাধিক ক্ষতিগ্রস্ত বাংলাদেশিকে ত্রাণ সহায়তা করা সম্ভব হয়েছে এবং আরো ১ হাজার ক্ষতিগ্রস্তকে সাময়িক এ সহায়তা দেয়ার কথা জানিয়েছে দূতাবাস কর্তৃপক্ষ।
এ সময় দূতাবাসের পক্ষ থেকে উপস্থিত নেতাদের হাতে ফুড বাস্কেট তুলে দেয়া হয়। বাংলাদেশ সমাজের সভাপতি জহির উদ্দিন মোহাম্মদ বাবরের নেতৃত্বে এতে উপস্থিত ছিলেন মঞ্জুর আহমেদ, মজিবুর রহমান, অবিনাশ পাল, সোহেল আহমেদ, বকুল সূত্রধর, দুলাল দাসসহ আরো অনেকে।
এছাড়া বাংলাদেশ সোসাইটি, বিজনেস ফোরাম ও ইয়ূথ ক্লাবসহ কমিউনিটির বিভিন্ন সংগঠনগুলোর নেতারাও উপস্থিত ছিলেন।
সুত্র-যুগান্তর