শাহ সুমন, বানিয়াচং প্রতিনিধি: শিক্ষায় বঞ্চনা, বাল্যবিবাহ, শিশুশ্রম,প্রতিবন্ধিতা এবং এসআরএইচআর বিষয়ে মতবিনিময় সভার আয়োজন করা হয়।বানিয়াচং উপজেলা প্রশাসন, এসেড হবিগঞ্জ ও গণস্বাক্ষরতার আয়োজনে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ জুন) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে মালালা ফাউন্ডেশনের সহযোগিতায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শামসুল হক।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য অফিসার বোরহান উদ্দিন,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মলয় কুমার দাস, হিসাব রক্ষন কর্মকর্তা লিটন দাস, সমবায় কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন, পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা সুদীপ কুমার দেব, মাধ্যমিক শিক্ষা অফিস একাডেমিক সুপারভাইজার সম্পদ কান্তি তালুকদার, তথ্য আপা নুপুর মোহন্ত,অধ্যক্ষ স্বপন কুমার দাস, বানিয়াচং প্রেসক্লাব সভাপতি মোশাহেদ মিয়া, প্রধান শিক্ষক জাকির হোসেন, আব্দুল মান্নান চোকদার, আলম উদ্দিন, আহসান হাবিব মানিক, জাকির হোসেন মহসিন, সাংবাদিক শেখ নূরুল ইসলাম, তাপস হোম প্রমুখ।
মতবিনিময় সভায় বক্তারা বাল্যবিয়ে বন্ধ করার জন্য বিশেষ জোর দাবি জানিয়ে বলেন, নারী শিক্ষার অগ্রগতি না হলে আমরা পিছিয়ে পড়বো।নারী শিক্ষার প্রধান অন্তরায় হলো বাল্যবিবাহ।এছাড়াও নানান রকম শিক্ষার বঞ্চনা, শিক্ষার্থীদের ঝরেপড়া রোধ করার কৌশল বের করার জন্য জোর দেন।শিশুশ্রম বন্ধ করা ও প্রতিবন্ধী শিশু শিক্ষার্থীদের বিশেষ যত্ন নেওয়ার জন্য ও বক্তারা জোর দাবি জানিয়েছেন।নারী ও নারী শিক্ষার্থীদের সেক্সুয়ালি হয়রানি বন্ধে সামাজিক সচেতনতা ও আইন প্রয়োগের দাবি জানানো হয়।