বাগেরহাটে রান্না ঘর থেকে ১৫ কেজি গাঁজা উদ্ধার, গৃহবধু আটক

বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটে অভিযানে চালিয়ে ১৫কেজি গাঁজাসহ ফাতেমা খাতুন (৩০) নামে এক গৃহবধুকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। শনিবার (৬ এপ্রিল) ভোর ৫টার দিকে মোংলা উপজেলার বুড়িরডাঙ্গা ইউনিয়নের কাপালীরমঠ গ্রামের বিল্লাল হকের রান্না ঘর থেকে দুটি বস্তায় ভরা ১৫ কেজি উদ্ধার করা হয়। এসময় ওই গ্রামের বেল্লাল হকের স্ত্রী ফাতেমা খাতুনকে গ্রেপ্তার করা হয়। বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক স্বপন কুমার রায় এ তথ্য নিশ্চিত করেছেন।

বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক স্বপন কুমার রায় এ প্রতিবেদক কে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মোংলা উপজেলার বুড়িরডাঙ্গা ইউনিয়নের কাপালীরমঠ গ্রামের বিল্লাল হকের রান্না ঘর থেকে ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় গাঁজা রাখার অভিযোগে বিল্লাল হকের স্ত্রী ফাতেমা খাতুনকে আটক করা হয়।

তিনি আরো জানান, ধৃত আসামী দীর্ঘদিন যাবত গাঁজার বড় বড় চালান হাত বদল করে আসছিল। আটক আসামিকে মোংলা থানায় হস্থান্তরসহ মামলা দায়ের করা হয়েছে।

Facebook Comments Box
Share: