বাংলা এক্সপ্রেস প্রতিবেদকঃ সংযুক্ত আরব আমিরাতের ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ বিজনেস ফোরাম ইউএই’র অভিষেক অনুষ্ঠান ও বাৎসরিক বনভোজন সম্পন্ন হয়েছে।
গতকাল শুক্রবার (১১ মার্চ) রাস-আল- খাইমার একটি রিসোর্টে আহসান হাবিবের কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় অভিষেক, বনভোজন ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এরপর বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়।
সংগঠনের সভাপতি কামাল হোসেন সুমনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুবাই বাংলাদেশের ডেপুটি কনসাল জেনারেল শাহেদুল ইসলাম।
আবু বকর সিদ্দিক খন্দকার ও জাফর চৌধুরীর উপস্থাপনায় স্বাগতিক বক্তব্য রাখেন মোহাম্মদ তরিকুল ইসলাম শামীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২য় সচিব মোজাফফর হোসেন, বাংলাদেশ সমিতি শারজার সিনিয়র সহ-সভাপতি ইসমাইল গনি চৌধুরী, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামিলীগের কেন্দ্রীয় কৃষি ও সমবায় উপ-কমিটির সদস্য ও বঙ্গবন্ধু ফাউন্ডেশন বাংলাদেশের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ড. মোহাম্মদ জাফর ইকবাল।
আরো বক্তব্য রাখেন, কাউসার নাজ নাসের, কাজী মোহাম্মদ আলী, ইয়াকুব সুনিক, জসিম উদ্দিন মল্লিক, জাহাঙ্গীর আলম সিআইপি, আবুল ফজল প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে দুবাইয়ে নিযুক্ত বাংলাদেশ কনস্যুলেটের ডেপুটি কনসাল জেনারেল বলেন, ‘বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়তে বিজনেস ফোরাম ভূমিকা রাখার যথেষ্ট সুযোগ রয়েছে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে প্রবাসীদের ব্যবসা বাণিজ্য করার সুযোগ করে দিয়েছেন। প্রবাসীদের সেবা দেয়ার পাশাপাশি ব্যবসাকে আরো এগিয়ে নিতে যেকোনো সহযোগিতা দিতে কনস্যুলেট প্রস্তুত।’
তিনি আরো বলেন, আসন্ন ১৭ মার্চ জাতির জনক ববঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে বিশ্বের সবচেয়ে বড় ভবন বুর্জ খলিফায় বঙ্গবন্ধুর ছবি উন্মোচন করা হবে। এছাড়া স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে এমিরেটস এয়ারলাইন্সে বাংলাদেশের পতাকা বহন করা হবে।
প্রধান অতিথি বাংলাদেশ বিজনেস ফোরাম ইউএইকে আমিরাতের সরকারি সংগঠন হিসেবে নিবন্ধন করতে সহযোগিতা করবেন বলেও আশ্বাস দেন।
অনুষ্ঠানের বিশেষ অতিথি ইসমাইল গণি নবনির্বাচিত পূর্ণাঙ্গ কমিটির আনুষ্ঠানিক ঘোষণা দেন।
নবনির্বাচিত সভাপতি কামাল হোসেন সুমন, সিনিয়র সহ-সভাপতি মনসুর মোহাম্মদ খলিল, সহ-সভাপতি মিহির ব্রাগানোর, সহ-সভাপতি মোহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক খন্দকার, যুগ্ম সাধারণ সম্পাদক আহসান হাবিব, সহ-সাধারণ সম্পাদক জাফর চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক আব্দুস সত্তার, সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম শামীম, সাহিত্য সম্পাদক কবি ওবায়দুল, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মোহাম্মদ আব্বাস, প্রচার সম্পাদক শফিকুল ইসলাম, সমাজ কল্যাণ সম্পাদক আবুল কালাম আজাদ, ক্রীড়া সম্পাদক মিঠুল শীল।
নবনির্বাচিত সভাপতি কামাল হোসেন তার বক্তব্যে বলেন, বিজনেস ফোরামটি আগে ছিল শুধু আজমান কেন্দ্রিক বর্তমানে তা পুরো আমিরাত ভিত্তিক হিসেবে আত্মপ্রকাশ পেয়েছে। এই সংগঠনের মাধ্যমে দেশের অর্থনৈতিক তথা রেমিট্যান্স বৃদ্ধিতে ভূমিকা রাখবে। যেকোনো প্রবাসী ব্যবসায়ীকে বিজনেস ফোরামে স্বাগত জানিয়ে বলেন, এখানে সকল দল মতের লোকের সহাবস্থান নিশ্চিত রয়েছে।
অনুষ্ঠানে ফোরামের করোনা যুদ্ধা যারা আমিরাতে লকডাউনের সময় প্রবাসীদের বিভিন্ন সেবে দিয়েছেন তাদের সম্মাননা স্মারক দেয়া হয়। ছিল শিশুদের কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন ছিল। বড়দের হাঁড়ি ভাঙা ও মহিলাদের নিজ হাতে বানানো পিঠার প্রতিযোগিতা। অনুষ্ঠানের শেষ পর্যায়ে আগত সকলের জন্য ছিল বিশেষ সব পুরষ্কারের রাফেল ড্র।