সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশের ৪৯তম বিজয় দিবস পালন করা হয়েছে।
বুধবার (১৬ ডিসেম্বর) সকাল ৯টায় প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতিতে দুবাই বাংলাদেশ কনস্যুলেটে কনসাল জেনারেল মুহাম্মদ ইকবাল হোসেন খান জাতীয় পতাকা উত্তোলন করেন।
দুবাই কনস্যুলেটে অনুষ্ঠানের শুরুতে মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে বিজয়ের তাৎপর্য ও শহীদদের স্মরণে কনস্যুলেটের কনফারেন্স রুমে আলোচনা সভা হয়।
কনসাল জেনারেল মুহাম্মদ ইকবাল হোসেন খানের সভাপতিত্বে আলোচনা সভায় অংশ নেন জনতা ব্যাংক দুবাই ও শারজাহ শাখার দু-জন ম্যানেজার যথাক্রমে আব্দুল মালিক ও শওকত আকবর ভূঁইয়া, বাংলাদেশ বিমান দুবাই ও উত্তর আমিরাতের আঞ্চলিক ব্যবস্থাপক দিলিপ কুমার চৌধুরীসহ কমিউনিটির নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রী এর শুভেচ্ছা বাণী (ভিডিও) প্রদর্শণ করা হয়।
মহান বিজয় দিবসের অনুষ্ঠানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী প্রতিমন্ত্রীর বাণী পড়ে শোনান হয়। বাণী পড়েন যথাক্রমে লেবার কাউন্সিল ফাতিমা জাহান, কমার্শিয়াল কাউন্সিল কামরুল হাসান, প্রথম সচিব (পাসপোর্ট ও ভিসা) নূর-এ মাহবুবা জয়া এবং প্রথম সচিব (শ্রম) ফকির মো. মুনাওয়ার হোসেন।
এতে আমিরাতে অবস্থানরত অনেক প্রবাসী সাংবাদিক, কনস্যুলেটের কর্মকর্তা, দুবাই, শারজাহ, আজমান, ফুজিরাহ, রাস আল-খাইমাহ, থেকে আসা বাংলাদেশি কমিউনিটির ব্যক্তিসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।