এম আই সুমন,ইবি প্রতিনিধি: ক্যালেন্ডারে বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী, শেখ রাসেলসহ প্রমুখের নামের বানান ভুল করায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফকে শোকজ করা হয়েছে। এতে তাকে আগামী ৭ দিনের মধ্যে উপযুক্ত কারণ দর্শানোর নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
গতকাল বুধবার (৯ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভিসির পিএস উপ-রেজিস্ট্রার আইয়ূব আলী সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তিসূত্রে, গত সোমবার (৭ ডিসেম্বর) রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ সালের ডেস্ক ক্যালেন্ডারের বর্ডারের রং চূড়ান্ত করার জন্য ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালামের কাছে উপস্থাপন করেন। ক্যালেন্ডারের বিভিন্ন জায়গায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রাসেলের নামের বানানে ভুল লক্ষ্য করেন উপাচার্য । এসমস্ত ভুল অনভিপ্রেত উল্লেখ করে তাকে আগামী ৭ দিনের মধ্যে উপযুক্ত কারণ ব্যাখাসহ জবাব দিতে বলা হয়েছে।
বিষয়টি নিয়ে উপ-রেজিস্ট্রার আইয়ুব আলী বলেন, উপাচার্যের আদিষ্ট হয়ে তাকে শোকজ লেটারটি পাঠানো হয়েছে। এতে আগামী ৭ দিনের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে।
এবিষয়ে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ বলেন, গতকাল দুপুরে কে যেন আমার অফিসের টেবিলে শোকজ লেটারটি রেখেছিল। আমি অফিসে গিয়ে সেটি হাতে পাই। নির্দিষ্ট সময়ের মধ্যে ঘটনার উপযুক্ত জবাব দিব।