দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ফিলিপাইনে সামরিক বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৪৫ জনে দাঁড়িয়েছে। তবে উড়োজাহাজটির ধ্বংসাবশেষ থেকে কয়েক ডজন মানুষকে জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃতদের সামরিক হাসপাতালে নেওয়া হয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।
বিধ্বস্ত হওয়া বিমানটিতে ৯৬ জন আরোহী ছিল বলে জানিয়েছেন ফিলিপাইনের প্রতিরক্ষামন্ত্রী দেলফিন লোরেনজানা। সশস্ত্র বাহিনী প্রধান জেনারেল সিরিলিতো সোবেহানা জানিয়েছেন, জলো দ্বীপে অবতরণের সময় উড়োজাহাজটি বিধ্বস্ত হয়।
এ ঘটনায় নিহতদের মধ্যে উড়োজাহাজটির আরোহী ছাড়াও দুর্ঘটনার সময় মাটিতে থাকা তিন বেসামরিক ব্যক্তি রয়েছে। এছাড়া বিমানটির আরোহীদের মধ্যে পাঁচ জন এখনও নিখোঁজ রয়েছেন।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবিতে বিমানটিকে জ্বলতে এবং এর ধ্বংসাবশেষ থেকে ধোঁয়া উড়তে দেখা গেছে।
তাৎক্ষণিকভাবে এ দুর্ঘটনার কারণ জানা যায়নি। তবে দুর্ঘটনার কারণ খুঁজে বের করা হবে বলে জানিয়েছেন বিমানবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল মেনার্দ মারিয়ানো। একইসঙ্গে এই মুহূর্তে উদ্ধারকাজকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়েছেন তিনি। সূত্র: রয়টার্স, এপি।