আজিজুর রহমান দুলালঃ ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার মহিষার ঘোপ গ্রামের নওয়াব (৩৫) নামে এক কৃষক মারাত্মক আহত হয়েছে।
গত কাল আনুমানিক সন্ধ্যা ৫ঃ৪৫ টার সময় একই গ্রামের মোঃ তরিকুল ইসলাম চৌধুরীর জমি চাষ করে বাড়ি ফেরার সময় রাস্তার পাশে ৫/৬ হাত নীচে পড়ে যায়। পাওয়ার টিলারের ফালা তার শরীরের বিভিন্ন জায়গায় ডুকে মারাত্মক ভাবে আহত হইয়া মুমূর্ষু অবস্থায় পড়ে থাকে। স্হানীয় লোকজন এসে ফালা বাহির করতে ব্যর্থ হলে, ফায়ার সার্ভিসকে সংবাদ দিলে ৭ঃ৪০ টায় ফায়ার সার্ভিস এসে পাওয়ার টিলারের যন্ত্রাংশ কাটিয়া তাহার দেহ থেকে বাহির করে এবং মূমুর্ষ অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশ্যে রওয়ানা হয়।
Drop your comments: