
আজিজুর রহমান দুলালঃ
ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলায় পল্লী প্রগতি সহায়ক সমিতি (পিপিএসএস) এর উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ৩০০ কম্বল বিতরণ করা হয়েছে।
গত ১৬ই ডিসেম্বর বুধবার দুপুর সাড়ে বারটায় উপজেলার শীরগ্রাম শাহাজাদী শিরিন বালিকা বিদ্যালয়ে বানা এবং পাচুড়িয়া ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধাদের মাঝে পল্লী প্রগতি সহায়ক সমিতি (পিপিএসএস) এর নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অলিয়ার রহমান খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কম্বল বিতরণ করেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আকরাম হোসেন, পরিচালক কার্যক্রম (পিপিএসএস) মোঃ সাহিদুর রহমান খান সদস্য নির্বাহী কমিটি(পিপিএসএস),মোঃ ওয়াহিদুন নবী খান ক্রেডিট ম্যানেজার ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান, মোঃ জামাল সরদার সহকারী ক্রেডিট ম্যানেজার,মোঃমিজানুর রহমান সহকারী ম্যানেজার এডমিন(পিপিএসএস),মোঃ এচাহাক সরদার সহকারী ক্রেডিট ম্যানেজার, মোঃআবু তালেব মোল্লা কমান্ডার বানা ইউনিয়ন,মোঃ বাবর আলী, কমান্ডার পাচুড়িয়া ইউনিয়ন,আব্দুল ওহাব পান্নু, সাবেক চেয়ারম্যান ১নং বুড়াইচ ইউনিয়ন,কাজী এনামুল হক জোনাল ম্যানেজার,মোঃ নাছির উদ্দিন জোনাল ম্যানেজার প্রমুখ।এ অনুষ্ঠানটি পরিচালনা করেন পল্লী প্রগতি সহায়ক সমিতির জোনাল ম্যানেজার মোঃ বদিয়ার রহমান খান।
অনুষ্ঠান শেষে আগামীতে বানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আবুল খায়ের বুরুজ এর নাম ঘোষণা করেন এবং সকলকে তার জন্য দোয়া করতে বলেন।