তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা বিআরডিবির সাবেক চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা মুহিবুর রহমানের জামিন নামঞ্জুর করে ফের কারাগারে পাটিয়েছে আদালত। মঙ্গলবার ( ২৩ এপ্রিল) মৌলভীবাজার নারী ও শিশু দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মোহাম্মদ সোলায়মান ধর্ষন মামলায় অভিযুক্ত আসামী জামিনে থাকা মুহিবুর আদালতে গেলে তার জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ প্রদান করেন। এ তথ্যটি নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী এডভোকেট তোফায়েল ইসলাম সবুজ।
উল্লেখ্য; এক কলেজ ছাত্রী ধর্ষন মামলার অভিযোগে গত বছরের ১৩ই জুন মৌলভীবাজার আদালতে জামিন নিতে গেলে আটক হয়েছিলেন আ’লীগ নেতা মুহিবুর। এ নিয়ে একই মামলায় দ্বিতীয় বার আটক হলেন তিনি।
Drop your comments: