ধর্ষণ এবং ভ্রূণ হত্যার অভিযোগে দায়ের করা মামলায় আগাম জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন বেসরকারি চ্যানেল একাত্তর টেলিভিশনের হেড অব নিউজ শাকিল আহমেদ।
জামিনের আবেদনটি হাইকোর্টের বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি খিজির হায়াতের বেঞ্চে শুনানির জন্য তালিকায় আছে। মামলাটি শুনানির জন্য আদালতের তালিকার ৫০১ নম্বরে রয়েছে।
একাত্তর টিভির হেড অব নিউজ শাকিল আহমেদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে গত ৫ নভেম্বর গুলশান থানায় এ মামলা করেন এক নারী চিকিৎসক। অভিযোগে বলা হয়, ওই নারীকে বিয়ে করার আশ্বাস দেন তিনি। সম্পর্কের একপর্যায়ে ওই নারী অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। পরে শাকিল কৌশলে ওই নারীর গর্ভপাত ঘটান।
Drop your comments: