২৬তম দুবাই আন্তর্জাতিক কুরআন তেলাওয়াত প্রতিযোগিতায় প্রথম হয়েছেন হাফেজ সালেহ আহমদ তাকরিম। আজ মঙ্গলবার (৪ এপ্রিল) দুবাইয়ের এক্সপো প্রাঙ্গণে তার হাতে পুরস্কার তুলে দেন দুবাইয়ের শেখ পরিবারের সদস্য শেখ মোহাম্মদ বিন রাশিদ মুহাম্মদ আল মাকতুম। উপস্থিত ছিলেন কুরআন প্রতিযোগিতার ভাইস প্রেসিডেন্ট সায়েদ হারেব৷
আমিরাতের প্রধানমন্ত্রী শেখ মুহাম্মদ বিন রাশেদ আল মাকতুমের তত্বাবধানে অনুষ্ঠিত হলি কোরআন অ্যাওয়ার্ড প্রতিযোগিতার প্রথম পুরস্কার হিসেবে তাকরিমকে আড়াই লাখ দিরহাম দেয়া হয়। যা বাংলাদেশি টাকায় প্রায় ৭৭ লাখ টাকা।
প্রতিযোগিতায় বিশ্বের ৭০ জন প্রতিযোগীকে পিছনে পেলে প্রথম স্থান অর্জন করে ১৪ বছর বয়সী তাকরিম।
সালেহ আহমাদের গ্রামের বাড়ি টাঙ্গাইলের নাগরপুর থানার ভাদ্রা গ্রামে। তার বাবা হাফেজ আবদুর রহমান একটি মাদ্রাসার শিক্ষক। মা গৃহিণী। সালেহ ঢাকার মারকাযু ফয়জিল কোরআন আল ইসলামি মাদ্রাসার ছাত্র।