সনজিত কুমার শীল, আমিরাত প্রতিনিধি: বাংলাদেশের উন্নতি ও অগ্রগতির প্রধান সোপান রেমিট্যান্স। প্রবাসীদের কষ্টার্জিত রেমিট্যান্সে গড়ে ওঠা স্তম্ভে মজবুত হয়েছে বাংলাদেশের অর্থনীতির ভিত।
শুক্রবার দুবাই আল হামরিয়াতে বাংলাদেশী মালিকানাধীন আদিল আল রাহমানি বিল্ডিং ম্যাটেরিয়াল এলএলসির শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন, জনতা ব্যাংক দুবাইয়ের ব্যবস্থাপক আব্দুল মালেক।
এসময় আমন্ত্রিত অতিথিরা বলেন, যারা দেশে আটকা পড়েছেন বা নতুন করে আমিরাতে ভিজিট নিয়ে আসতে চাচ্ছেন তাদের দ্রুত করোনার টিকা গ্রহণ করতে হবে। কারণ, টিকা ছাড়া আমিরাতে প্রবেশের ক্ষেত্রে বিপত্তি ঘটার সম্ভাবনা রয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক নুরুল আবছার, স্পন্সর আদিল আল রহমানী, প্রবাসী সাংবাদিক সমিতির সিনিয়র সহ-সভাপতি নাসিম উদ্দিন আকাশ,
মোহাম্মদ কুতুব উদ্দিন, মোহাম্মদ নাসির,মোহাম্মদ আলম, মোহাম্মদ আমজাদ, মুজিব জোহরসহ আরো অনেক। পরে করোনা থেকে বিশ্ববাসীর মুক্তি এবং বিশ্বশান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।