এমআরআই মেশিন কেনার নামে পদ্মা ব্যাংক (সাবেক ফারমার্স ব্যাংক) থেকে দুই কোটি টাকা আত্মসাতের অভিযোগে করা দুর্নীতির মামলায় বৃহস্পতিবার রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদকে স্থায়ী জামিন দিয়েছেন হাইকোর্ট।
রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদ, হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ইব্রাহীম খলিল এবং ব্যাংকের অডিট কমিটির সাবেক চেয়ারম্যান মাহবুবুল হক চিশতী এবং তার ছেলে রাশেদুল হক চিশতীর বিরুদ্ধে ২০২০ সালের ২৭ জুলাই দুর্নীতি দমন কমিশন (দুদক) ঢাকা অফিসে মামলাটি করে।
বিচারপতি এস এম কুদ্দুস জামান ও বিচারপতি কে এম জাহিদ সরওয়ার কাজলের হাইকোর্ট বেঞ্চ এ মামলায় সাহেদের জামিন আবেদনের শুনানি শেষে এ রায় দেন।
দুই বছর ধরে কারাগারে আছেন সাহেদ এবং দুদক এখনও এই মামলায় বিচারিক আদালতে চার্জশিট না দেওয়ায় আদালত তার স্থায়ী জামিন দেন।
তবে আরও কয়েকটি ফৌজদারি মামলায় সাহেদ গ্রেপ্তার থাকায় কারাগার থেকে সাহেদ মুক্ত হতে পারবেন না বলে দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কে এম মাসুদ রুমি।
দুদকের আইনজীবী খুরশীদ আলম খান বলেন, হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে কমিশন সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করবে। জামিন আবেদনের শুনানিকালে শাহেদের পক্ষে ছিলেন আইনজীবী মাসুদুল হক।