করোনাভাইরাস মহামারীর মধ্যে নয় দিন স্থগিত থাকার পর সৌদিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়মিত ফ্লাইট চলাচল শুরু হয়েছে।
বিমানের জনসংযোগ শাখার উপ-মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার রোববার জানান, শনিবার বিকাল থেকে তাদের তিনটি ফ্লাইটে ৩৭০ জন যাত্রী সৌদি আরবে গেছেন।
এর মধ্যে শনিবার বেলা ৩টা ১৫ মিনিটে ১৩৫ জন যাত্রী নিয়ে দাম্মামে, সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে ১২৪ জন যাত্রী জেদ্দায় এবং রাত ৩টা ২০ মিনিটে ১১১ জন যাত্রী রিয়াদে গেছে।
Drop your comments: