ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি সুফিয়া কামাল হলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার রাত সোয়া ৯টার দিকে হলের ১০ তলার একটি রুমে আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার দেওয়ান আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাত সোয়া ৯টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুফিয়া কামাল হলের একটি কক্ষে অগ্নিকাণ্ডের সংবাদ পাই। আমাদের দুটি ইউনিট আগুন নির্বাপনে কাজ করছে।
তিনি আরও জানান, শটসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে, তবে তেমন বড় কোনো ঘটনা ঘটেনি। আমাদের ইউনিট সেখানে কাজ করছে।
সাড়ে ৯টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে ফায়ারসার্ভিস। তবে হতাহতের ঘটনা ঘটেনি।
Drop your comments: