ব্রাহ্মণবাড়িয়ার ঢাকা-সিলেট মহাসড়কে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত এবং ৫ জন আহত হয়েছেন। বিজয়নগরে বৃহস্পতিবার (২৬) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের বীরপাশা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। খাঁটিহাতা হাইওয়ে থানার (ওসি) সুখেন্দু বসু বিষয়টি নিশিত করেছেন।
নিহত ইমরান খান (৩১) এর বাড়ি সিলেট জেলার ফেন্সুগঞ্জ এলাকায়। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় জানা যায়নি। আহতদের উদ্ধার করে পার্শ্ববর্তী উপজেলা মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
ওসি বলেন, ব্রাহ্মণবাড়িয়া থেকে ছেড়ে আসা দিগন্ত পরিবহনের মাধবপুরগামী একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী মাইক্রোবাসে সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের যাত্রী ইমরান খান ঘটনাস্থলে নিহত হয় এবং ৫ জন যাত্রী আহত হন। নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং আহতদের মাধবপুর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।