মোহাম্মদ মিলন আকতার, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ বাংলাদেশের ইতিহাসে এই প্রথম রাষ্ট্রীয়ভাবে শিক্ষক দিবস উদযাপিত হলো।
গোটা দেশের ন্যায় ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলাতেও এ দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়।
শিক্ষক দিবস উপলক্ষে বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি বালিয়াডাঙ্গী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদ চত্ত্বরে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন বালিয়াডাঙ্গী উপজেলা ভাইস চেয়ারম্যান মাজেদুর রহমান,মাধ্যমিক শিক্ষা প্রোগ্রামার মোস্তাফিজুুর রহমান, শিক্ষক সমিতির সভাপতি বাবুল হোসেন,সমিরউদ্দীন স্মৃতি মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক রুহুল আমিন, বালিয়াডাঙ্গী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম,লাহিড়ী বহুমুখি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ্যাড.জিল্লুর রহমান, কালমেঘ আর আলী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল্লাহিল বাকী,সহকারী অধ্যক্ষ হযরত আলী,চাড়োল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর ইসলাম ও প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ।
বক্তব্যে সকল বক্তাগণই শিক্ষক দিবসটি সরকারীভাবে উদযাপনের সিদ্ধান্তটিকে স্বাগত জানান।সেই সঙ্গে শিক্ষকদের দৈন্যদশার কথাও তুলে ধরেন।বক্তাগণ এ বছরই সকল বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানকে সরকারী তথা জাতীয় করনের জন্য প্রধানমন্ত্রীর নিকট জোড় দাবি করেন।
উল্লেখ্য যে,শিক্ষক দিবস ২০২২ পালিত হবে ২৭ অক্টোবর (বৃহস্পতিবার)। প্রথমবারের মতো সরকারিভাবে সারাদেশে শিক্ষক দিবস উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতোমধ্যে দিবসটি উদযাপনে সব জেলা-উপজেলায় র্যালি, আলোচনা সভা, সব শিক্ষাপ্রতিষ্ঠান প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি এবং স্বেচ্ছাসেবক সংগঠনগুলোর মাধ্যমে রক্তদান কর্মসূচির আয়োজন করতে বলা হয়েছে।