আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যকে অসঙ্গতিপূর্ণ, মিথ্যা ও কপট বলে মন্তব্য করেছে চীন। এর আগে করোনাভাইরাস মোকাবেলায় চীনের ভূমিকার সমালোচনা করে বক্তব্য দিয়েছিলেন ট্রাম্প।-খবর এনডিটিভির
বৃহস্পতিবার এক সংবাদ ব্রিফিংয়ে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিয়াং বলেন, চীনের ওপর দোষ চাপানো বন্ধ করতে মার্কিন পক্ষের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি। আপনারা ঘটনার দিকে নজর দিন।
ভাইরাসের সংক্রমণ চীনের ভেতরেই বন্ধ রাখা যেত বলে মন্তব্য করে ট্রাম্প বলেন, এটাই আমাদের ওপর সবচেয়ে বড় হামলা। যা পার্ল হারবারের চেয়েও ভয়ঙ্কর। এটা বিশ্ব বাণিজ্য কেন্দ্রে হামলার চেয়েও ভয়ঙ্কর।
তিনি বলেন, এটা কখনোই ঘটতো না। উৎসেই থামানো যেত। চীনেই থামানো যেত। উৎসস্থলেই এটি থামানো উচিত ছিল। আর তা করা হয়নি।
এই প্রাদুর্ভাবকে তিনি সত্যিকার যুদ্ধ হিসেবে দেখেন কি না, এক সাংবাদিকের প্রশ্নে প্রাদুর্ভাবটি চীনের নয় বরং যুক্তরাষ্ট্রে শত্রু বলে ইঙ্গিত করেন ট্রাম্প।
তিনি বলেন, আমি এই অদৃশ্য শত্রুকে একটি যুদ্ধ হিসেবে দেখি। এটি এখানে যেভাবে এসেছে তা আমার পছন্দ নয়, কারণ এটিকে থামানো যেত, কিন্তু না, এই অদৃশ্য শত্রুকে একটি যুদ্ধ হিসেবে দেখি আমি।
যুক্তরাষ্ট্রের প্রশাসন করোনাভাইরাস প্রাদুর্ভাব শুরুর সময়ের ভূমিকার জন্য চীনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার বিষয়টি যাচাই করে দেখছে।