করোনা মহামারী পরিস্থিতিতে প্রবাসীদের টিকা দিতে হয়রানি বন্ধ ও টিকা দেওয়া সহজিকরণ করে যাবতীয় নির্দেশনা দেওয়ার দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ করেছে কয়েক হাজার প্রবাসী। মঙ্গলবার (২২ জুন) সকাল ১১টায় আগ্রাবাদ জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সামনে এই বিক্ষোভ কর্মসূচি পালন করে তারা।
বিক্ষোভে অংশ নেওয়া প্রবাসীদের প্রতিনিধি (আহ্বায়ক) ইয়াসিন চৌধুরী বলেন, ‘মূলত টিকার বিষয়ে আমাদের আজকের কর্মসূচি। সরকার আমাদেরকে আগ্রাধিকারের ভিত্তিতে ৩ নম্বরে রাখছেন। এতো অগ্রাধিকারের পরও আমরা টিকা পাচ্ছি না। আমরা যদি টিকা না পায় তাহলে আমরা বিদেশে ফিরব কিভাবে। আরেকটি সমস্যা হল আমাদের এখন অনেকের ৬-৮ মাস ওভার হয়ে গেল। অনেকের ৬ মাসের উপরে ভিসার স্পেয়ার হয়ে গেছে। আমরা এক ধরনের মহাবিপদের মধ্যে আছি।’
তিনি আরও বলেন, ‘শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মহাপরিচালক গতকাল (সোমবার) বলেছেন আমরা চেষ্টা করতেছি। বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলতেছি। প্রবাসীদের সুরক্ষায় যেটি অ্যাপস আছে সেটি যতক্ষণ পর্যন্ত চালু না হয় ততক্ষণ আপনাদের জন্য কিছু করা যাচ্ছে না। আমরা যখন আজকে (মঙ্গলবার) আসলাম ওনি আমাদের আশ্বস্ত না করে আরও উত্তেজিত হয়ে যাচ্ছেন। আমরা ওনাকে বললাম আমরা কবে নাগাদ এই টিকা পেতে পারি। আমাদের একটু জানাবেন? ওনি বলছেন যতক্ষণ পর্যন্ত অ্যাপস না খুলে ততক্ষণ আমি কিছু করতে পারব না। কর্মসংস্থান মন্ত্রণালয়ে এভাবে আমাদের হয়রানি করা হচ্ছে। আমরা তো দেশের অর্থনীতির চাকাগুলো চালু রাখছি। এখন আমরা যদি এভাবে অবহেলিত হই তাহলে আমরা বুঝি না এদেশে কি হবে।’