মো. রাসেল ইসলাম,যশোর জেলা প্রতিনিধি: যশোরের ঝিকরগাছায় ইয়াকুব আলী (৪৬) নামে এক গরু ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২০জানুয়ারি) সকালে উপজেলার গঙ্গানন্দপুর ইউনিয়নের ব্যাংদাহ গ্রামের একটি মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।নিহত ইয়াকুব আলী ঝিকরগাছা উপজেলার ব্যাংদাহ গ্রামের তকদুল হোসেনের ছেলে।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়,ইয়াকুব গরু বিক্রির জন্য পাশবর্তী উপজেলা চৌগাছা বাজারে যায়। সেখান থেকে বাড়িতে ফিরলে সন্ধ্যায় অজ্ঞাত এক ব্যক্তি মোবাইল ফোনে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরবর্তীতে সে নিখোঁজ থাকে।
সারারাত তাকে খোজাখুজি করে কোথাও পাওয়া যায়নি।বৃহস্পতিবার সকালে ব্যাংদাহ গ্রামে মাঠের ভিতরে তার রক্তাক্ত অবস্থায় মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।পরে ঝিকরগাছা থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
এ ব্যাপারে ঝিকরগাছা থানার অফিসার (ওসি) সুমন ভক্ত বলেন, রাতের কোন এক সময়ে তাঁকে শ্বাসরোধ করে হত্যা করে মাঠের মধ্যে মরদেহ ফেলে রেখে চলে গেছে দুর্বৃত্তরা।সুরতহাল প্রতিবেদন তৈরি করে ইয়াকুব আলীর মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে অভিযান অব্যাহত রয়েছে।