জাতীয় নির্বাচন নিয়ে শুধু বাংলাদেশে নয়, বিদেশেও খেলা হচ্ছে। কোটি কোটি টাকা ব্যয়ে লবিস্ট নিয়োগ করে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বিএনপি, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার (১৫ জুন) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শেষে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ মন্তব্য করেন তিনি। বলেন, মির্জা ফখরুল জেগে জেগে স্বপ্ন দেখছেন। বিএনপি চট্টগ্রামে মিছিলের নামে বঙ্গবন্ধুর ছবি ভাঙচুর করেছে। এর জবাব চাই, জড়িতদের উপযুক্ত শাস্তি নিশ্চিত করা হবে।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, এদের আবার গ্রেফতার করলে বিদেশিরা বলে মানবাধিকার লংঘন হচ্ছে।
এ সময় সাম্প্রতিক নির্বাচন নিয়েও কথা বলেন ওবায়দুল কাদের। বলেন, সুষ্ঠু নির্বাচন নিয়ে বিএনপি মহাসচিব যে নেতিবাচক মন্তব্য করেছেন, তার জন্য ক্ষমা চাইতে হবে। নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে দলটির কাঁপুনি শুরু হয়ে গেছে।