মুহাম্মদ নুরুল আলম, চট্টগ্রাম থেকেঃ
মুনিরীয়া তরিক্বত আল্লাহ্ প্রাপ্তির সহজ পথ শীর্ষক এশায়াত সেমিনার করেছে মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ ১২৬ নং ষোলশহর শাখা।
শুক্রবার (১৫ জানুয়ারি) বাদে আছর হতে চট্টগ্রাম শহরস্থ বায়েজিদ গাউছুল আজম সিটির বায়তুল মোনাফ জামে মসজিদে এশায়াত সেমিনার ও জিকিরে গাউছুল আজম মোর্শেদী অনুষ্ঠিত হয়। ষোলশহর শাখার সভাপতি আলহাজ্ব দীন মুহাম্মদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মুহাম্মদ ওয়াহিদুল আলম লাভলু। সেমিনারে বিশেষ অতিথি ছিলেন বায়তুল মোনাফ জামে মসজিদের খতিব মৌলানা মুহাম্মদ ফোরকান, মাওলানা মুহাম্মদ বশির উদ্দিন, মাওলানা মুহাম্মদ আলী প্রমূখ।
এছাড়াও মাহফিলে বিভিন্ন অঙ্গনের গন্যমান্য ব্যক্তি বর্গ, স্থানীয় ব্যবসায়ী ও ধর্মপ্রাণ মুসলমানরা উপস্থিত ছিলেন।
মিলাদ-ক্বিয়াম শেষে বিশ্ব মুসলিম উম্মার সুখ, শান্তি ও সমৃদ্ধি এবং দরবারের প্রতিষ্ঠাতা হযরত গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আন্হুর ফুয়ুজাত কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করা হয়।